Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ জেলার পাশে ছিলাম, আছি এবং থাকবো: গোলাম দস্তগীর গাজী


৮ জানুয়ারি ২০১৯ ০৯:৪৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাট মন্ত্রী হিসেবে মন্ত্রীপরিষদে স্থান পাওয়ায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। স্বাধীনতার পর আওয়ামী লীগ শাসনামলে নারায়ণগঞ্জ জেলা থেকে প্রথম মন্ত্রী হলেন তিনি।

সোমবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর সিদ্ধেশ্বরীতে গাজী হাউজে গিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা গ্রহণ শেষে গোলাম দস্তগীর গাজী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা আর কেউ রুখতে পারবে না। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের পাশে আমি সব সময়ের মত ছিলাম আছি এবং থাকবো। নেতাকর্মীদের পাশেও ছিলাম, আছি এবং থাকবো। আগামী দিনে জেলার উন্নয়নে আমি নারায়ণগঞ্জ জেলাবাসীর পাশে থাকবো। নারায়ণগঞ্জবাসীর গর্ব হয়ে যেভাবে মন্ত্রী হয়েছি সেভাবে এই জেলার উন্নয়নেও অগ্রণী ভূমিকা রাখবো।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আরজু রহমান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, উপ দপ্তর সম্পাদক সানোয়ার তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নতুন মন্ত্রিপরিষদে এবার একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে ঠাঁই পেয়েছেন গোলাম দস্তগীর গাজী। পূর্ণমন্ত্রী হিসেবে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের এ নেতা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুনের অন্যতম সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে।

সারাবাংলা/একে/আরএ

গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর