Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ রোহিঙ্গাদের মিয়ানমারে নয়, বাংলাদেশে পাঠাচ্ছে সৌদি আরব!


৮ জানুয়ারি ২০১৯ ০৫:৪২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

সৌদি আরবে অনুপ্রবেশ করা বা অবৈধভাবে অবস্থান করা রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।

রোববার (৬ জানুয়ারি) মিডল ইস্ট আই নামে একটি ওয়েবসাইটে পাঠানো ভিডিও ফুটেজে দেখা গেছে, জেদ্দার সুমাইসি নির্বাসন কেন্দ্রের বাইরে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে ওই রোহিঙ্গাদের। এদের মধ্যে যে রোহিঙ্গারা বাংলাদেশে যেতে অস্বীকৃতি জানান তাদের হাতকড়া পরিয়ে দেওয়া হয়।

আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, এসব ব্যক্তিদের বেশিরভাগই হজ পালন করতে ভিসা নিয়ে সৌদি আরবে এসেছিলেন। কিন্তু পরে দেশে ফিরে না গিয়ে সেখানে অবৈধভাবে বাস করতে এবং কাজ করতে শুরু করেন।

একজন রোহিঙ্গা ব্যক্তি এই ভিডিও ধারন করেছেন বলে জানিয়েছে আল জাজিরা। ওই ব্যক্তি বলেন, ছয় বছর ধরে সৌদি আরবে কারাবন্দি ছিলেন এমন মানুষদের ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে। ভিডিওতে তিনি বলেন, ‘আমি এখানে গত পাঁচ থেকে ছয় বছর ধরে আছি। এখন তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমার জন্য দোয়া করুন।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক রোহিঙ্গা নাগরিক মিডল ইস্ট আইকে বলেন, ‘তারা আমাদের কারাকক্ষে এলো রাত ১২টার দিকে। এসেই বললো ব্যাগ গুছিয়ে বাংলাদেশের জন্য তৈরি হতে। এখন আমাকে হাতকড়া পরানো হয়েছে এবং এমন একটা দেশে পাঠানো হচ্ছে যেটা আমার দেশ না। আমি রোহিঙ্গা, বাংলাদেশি নই।’

এসব বন্দিদের অনেকেই জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে বাস করছিলেন। কিন্তু কোনো বৈধ কাগজপত্র না থাকায় পুলিশের হাতে আটক হন তারা।

নাই সান লুইন নামে একজন রোহিঙ্গা মানবাধিকার কর্মী জার্মানির ফ্রাংকফুট থেকে আল জাজিরাকে জানান, এসব রোহিঙ্গাদের বেশিরভাগই ২০১২ সালে সৌদি আরবে পাড়ি জমান। সে সময় রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হলে একটু ভালো জীবনের আশায় তারা মূলত দেশত্যাগ করেছিলেন। সেসময় থেকেই তারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে থাকা স্বজনদের অর্থ সহায়তা্ও পাঠাতেন। কিন্তু এখন তাদের জোর করে বাংলাদেশে পাঠানো হলে তারা কেবল শরনার্থী হিসেবেই পরিচিতি পাবেন। তাদের হয়ত কক্সবাজারের শরনার্থী শিবিরগুলোতেই পাঠিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

মিয়ানমার রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর