Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরে নিখোঁজ, সন্ধ্যায় ২ শিশুর লাশ উদ্ধার


৮ জানুয়ারি ২০১৯ ০২:৩০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : রাজধানীর ডেমরার একটি বাসা থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জানুয়ারি) রাতে কোনাপাড়া শাহজালাল রোডের একটি বাসা থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করা হয়।

নিহত শিশু দুটি হলো, স্থানীয় পলাশের মেয়ে নুসরাত (৪) ও ফরিদুলের মেয়ে ফারিয়া আক্তার দোলা (৪)।

কোনাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু হায়াত জানান, কোনাপাড়া এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া বাসায় থাকতো শিশুদুটি। সোমবার দুপুর থেকেই তারা নিখোঁজ ছিল। রাতে খবর পাওয়া যায় যে, শাহজালাল রোডের নাসিমা ভিলার একটি বাসার নিচতলায় থেকে দুই শিশুর মৃতদেহ পরে আছে। খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে লাশদুটি উদ্ধার করে। শিশু দুটির গলায় আঘাতের চিহ্ন আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসআর/এসএমএন

ডেমরা দুই শিশু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর