Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁয়ে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৬


৮ জানুয়ারি ২০১৯ ০১:৫২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্ত্র-গুলিসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশের। গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার মরদাসাদী গ্রামের শের আলী (ডাকাত সর্দার), ঝালাকান্দি গ্রামের রহিম, জোয়ারদিয়া গ্রামের সজীব, কাওছার, মরদাসাদী গ্রামের ফালান ও গাজীপুরা গ্রামের কাউছার।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান যে ১০/১২ জনের একদল ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই খবরের ভিত্তিতে নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর এলাকায় অভিযান চালান তারা। এসময় ডাকাত সর্দার শের আলীসহ ছয়জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ছয়টি ককটেল ও দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

ডাকাত গ্রেফতার সোনারগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর