Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীনগরে শীতার্তদের কম্বল দিলো ইসলামী ব্যাংক


৮ জানুয়ারি ২০১৯ ০০:১৯

।। সারাবাংলা ডেস্ক ।।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

রোববার (৬ জানুয়ারি) ব্যাংকটির শ্রীনগর শাখায় এই কম্বল বিতরণ করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ডাইরেক্টর মো. জয়নাল আবেদীন।

এসময় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শ্রীনগর শাখার প্রধান মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছরই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এবারও তার ধারাবাহিকতায় শ্রীনগর এলাকায় কম্বল বিতরণ করা হয়।

সারাবাংলা/এসএমএন

ইসলামী ব্যাংক কম্বল বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর