Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো আছেন ইনু, আইসিইউ থেকে ফিরলেন বাসায়


৭ জানুয়ারি ২০১৯ ২৩:০৬

বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার (৭ জানুয়ারি) রাতে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যান তার স্বজনরা।

এর আগে সোমবার দুপুরে বুকে ব্যাথা অনুভব করায় হাসানুল হক ইনুকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে সেখানে অবস্থান কিছুটা উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়।

হাসানুল হক ইনুর সর্বশেষ অবস্থা জানতে রাত ১০টার দিকে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী সাদেকুর বলেন, ‘স্যার ভালো আছেন, বাসায় এসেছেন।’

কখন বাসায় নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, সাড়ে ৯টার দিকে তাকে বাসায় নেওয়া হয়।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মহাজোট প্রার্থী হাসানুল হক ইনু। তিনি দশম জাতীয় সংসদের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে নতুন মন্ত্রিসভায় স্থান হয়নি তার।

সারাবাংলা/জেএ/এসএমএন

আইসিইউ ইব্রাহীম কার্ডিয়াক হসপিটাল হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর