মির্জা আব্বাস ও অফরোজা আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলা
৭ জানুয়ারি ২০১৯ ২০:১৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৯ ২০:৪২
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রায় ২১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৭ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুর থানায় দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা করেছেন। দুদকের একটি সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে৷
এর আগে, রোববার (৬ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এক কমিশন সভায় মামলাটির অনুমোদন দেওয়া হয়। দুদক জানিয়েছে, অনুসন্ধানে মির্জা আব্বাস উদ্দিন আহমেদের স্ত্রী মিসেস আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৬৩ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। পর্যালোচনায় জানা গেছে, আফরোজা আব্বাসের নামে অর্জিত ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৬৩ টাকার সম্পদ প্রকৃতপক্ষে তার স্বামী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সহায়তায় অবৈধ উৎস থেকে অর্জিত।
দুদকের অনুসন্ধানে অবৈধভাবে অর্জিত সম্পদের অবৈধ পন্থায় হস্তান্তর, রূপান্তর, অবস্থান গোপন করায় দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ এর ১৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন করে বলে প্রমাণিত হয়েছে।
সারাবাংলা/ইএইচটি/জেডএফ