Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাবনে গণতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে সেনা অভ্যুত্থান


৭ জানুয়ারি ২০১৯ ১৫:১৯ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৯ ১৯:৩৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মধ্য আফ্রিকান দেশ গাবনে অভ্যুত্থান করেছে সেনাবাহিনী। দেশটির জাতীয় রেডিও স্টেশনের দখল নিয়ে নিয়েছে তারা। এক ঘোষণায় তারা দশটির প্রেসিডেন্ট আলি বঙ্গোর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে। খবর আল জাজিরার।

গাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো বর্তমানে স্ট্রোক করে মরোক্কোতে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৭ জানুয়ারি) গাবনে অভ্যুত্থানের এ ঘটনা ঘটে। দেশটির রাজধানী লিব্রেভিলেতে গুলির আওয়াজ শোনা গেছে।

রেডিও স্টেশনের দখল নেওয়ার পর এক বিবৃতিতে সেনাবাহিনী প্রেসিডেন্টের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করেছে। গত সপ্তাহে বঙ্গো মরোক্কো থেকে স্বদেশবাসীর প্রতি এক বক্তব্য রাখেন।

অভ্যুত্থানের আত্ম-স্বীকৃত নেতা গাবনের সেনাবাহিনীর ল্যাফটেনান্ট কেলি অন্দো অবিয়াং ও বলেন, বঙ্গোর সাম্প্রতিক বক্তব্যে দেশ পরিচালনায় তার সক্ষমতা নিয়ে সন্দেহ আরও জোরদার হয়েছে।

এ সময় অবিয়াং অভ্যুত্থানটিকে ‘প্যাট্রিওটিক মুভমেন্ট অফ দ্য ডিফেন্স এন্ড সিকিউরিটি ফোর্সেস অফ গাবন’ নামে বর্ণনা করেন।

অবিয়াং বলেন, আরও একবার, আগের বহুবারের মতো, ক্ষমতার অধিকারীরা আলি বঙ্গো অন্দিমবা নামের ব্যক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নন।

রাজধানীতে গুলি

গাবনের রাজধানী লিব্রেভিলেতে স্থানীয় সময় সকাল ৬:৩০’র দিকে জাতীয় টেলিভিশন কার্যালয়ের নিকটে গুলির আওয়াজ শোনা গেছে। সেখানে প্রবেশ করার সকল রাস্তা বন্ধ করে রেখেছে সামরিক বাহিনী।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সৌদি আরব সফরের সময় স্ট্রোক করেন দেশটির প্রেসিডেন্ট আলি বঙ্গো। এরপর থেকে তিনি মরোক্কোতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ও তার পরিবার মিলে তেল-সমৃদ্ধ দেশটিকে প্রায় অর্ধ-শতাব্দী ধরে শাসন করে আসছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ

অভ্যুত্থান গাবোন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর