Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগ সভাপতি আব্দুল হালিম মারা গেছেন


৭ জানুয়ারি ২০১৯ ১৪:৪২

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম মারা গেছেন। বার্ধ্যকজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত আব্দুল হালিম ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (৭ জানুয়ারি) সকালে সেখানেই তার মৃত্যু হয় বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান।

শেখ আব্দুল হালিমের মৃত্যুর খবরে সকালে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সারাবাংলা/এনআর/একে

টুঙ্গিপাড়া শেখ আবদুল হালিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর