Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি বিদায় নিতে চাই না, আছি: শাজাহান খান


৭ জানুয়ারি ২০১৯ ১৪:২২ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৯ ১৭:০৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগের দুই মেয়াদে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শাজাহান খান এবার মন্ত্রিত্ব না পাওয়া প্রসঙ্গে বলেছেন, ‘আমি বিদায় নিতে চাই না, আমি আছি। মন্ত্রিত্ব না পেলেও মৃত্যুর আগে রাজনীতি থেকে বিদায় নিচ্ছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব মাথা পেতে নেব।’

সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী নৌপরিবনমন্ত্রী এ সব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম সংসদকে রাজাকারমুক্ত করব। জনগণের সহায়তায় আমরা সেটা করতে পেরেছি।’

রাজনীতিতে নিজের অবদানের কথা উল্লেখ করে বিদায়ী এই মন্ত্রী বলেন, ‘২০১৪ সালে বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস চালিয়েছিল। বাসে আগুন দিয়েছে, পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করেছে। তখন আমার নেতৃত্বে এ দেশের শ্রমিক সমাজ রুখে দাঁড়িয়েছিল।’

নতুন মন্ত্রিসভার বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দক্ষ রাষ্ট্র পরিচালক। তার মতো দক্ষ রাষ্ট্রপরিচালক বাংলাদেশে আর কেউ নেই। তিনি যে মন্ত্রিসভা গঠন করেছেন অবশ্যই তাদের কর্মদক্ষতা বিবেচনা করে এটি করেছেন। আশা করি নতুন মন্ত্রীরা তাদের দক্ষতা কাজে লাগাবে। তারা তাদের কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে।’

এ সময় দশ বছরে দায়িত্ব পালনকালে উন্নয়ন ফিরিস্তি তুলে ধরেন শাজাহান খান। তিনি বলেন, ‘আমার সময়ে নৌ ব্যবস্থা স্বাভাবিক ও নদী শাসনে অভূতপূর্ব সফলতা অর্জন হয়েছে। দশ বছরে এক হাজার ছয়শ কিলোমিটান নদী খনন করেছি। এছাড়া ঢাকার চারপাশে নৌচলাচল নির্বিঘ্ন করার কাজ করেছি। এখনও অনেক কাজ বাকি আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএ/একে

আওয়ামী লীগ মন্ত্রিসভা শাজাহান খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর