Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মন্ত্রীরা স্থায়ী এটা মনে করার কারণ নেই: ওবায়দুল কাদের


৭ জানুয়ারি ২০১৯ ১২:০৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৯ ১২:৫৯

ছবি: ফাইল

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া সদস্যরা স্থায়ীভাবে দায়িত্ব পালন করে যাবেন এটা মনে করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। সচিবালয়ে সোমবার (৭ জানুয়ারি) এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী নির্বাচনের সময় জাতির কাছে যে ওয়াদা করেছেন, সে প্রতিশ্রুতি দিয়েছেন; তিনি মনে করেন নতুন মন্ত্রিসভা সেই ইশতেহার বাস্তবায়নের উপযোগী।’

‘ইশতেহার বাস্তবায়নে অভিজ্ঞতা, তাদের এনার্জি দুটোর সমন্বয়ে নবীন-প্রবীণের এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। ট্রেডিশন অ্যান্ড টেকনোলজির সমন্বয়ে একটা ব্যালেন্স করে এই মন্ত্রিসভা করা হয়েছে। এর কারণ হলো যাতে আমাদের লক্ষ্য বাস্তবায়নটাকে সহজতর করা যায়।’

শরিক দলের কেউ মন্ত্রিসভায় নেই, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘শরিক দলগুলো তো আমাদের সঙ্গে আছে। মন্ত্রী হলে শরিক থাকবেন, মন্ত্রী না হলে থাকবেন না এমন তো না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নতুন মন্ত্রিসভা গঠিত হলো ভবিষ্যতে আরও সম্প্রসারণ হতে পারে। পাঁচ বছর অনেক সময়। কখন কে আসবে, কখন কে যাবে? এখন যারা আছেন তারা স্থায়ী এটা তো মনে করার কারণ নেই।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্ত্রিসভা উপহার দিয়েছেন জনগণ কীভাবে নিচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক আসাতে অনেকেই ফেসবুকে সন্তোষ প্রকাশ করেছেন, টেলিভিশনের টকশোতে প্রশংসা এসেছে। এই যে প্রত্যাশা, প্রত্যাশার সঙ্গে বাস্তবতার মিল কতটুকু, নতুন মন্ত্রীরা যখন দায়িত্ব পালন করবেন সেটার ওপর নির্ভর করবে তাদের সাফল্য-ব্যর্থতা’ বলেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের আরও বলেন, ‘মন্ত্রিসভার নতুন সদস্যদের পাশাপাশি অভিজ্ঞ মন্ত্রীরাও তো আছেন। আইনমন্ত্রী আছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী আছেন। ড. হাছান মাহমুদ, ড. আবদুর রাজ্জাক, দীপু মনি এরা তো আগেই মন্ত্রী ছিলেন।’

তিনি বলেন, ‘দুর্নীতি দমন করাই নতুন সরকারের মন্ত্রিসভার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মন্ত্রিসভা থেকে অনেকের বাদ পড়া প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘এটি মন্ত্রিসভা থেকে বাদপড়া নয় দায়িত্বের পরিবর্তন।’

তিনি বলেন, ‘সরকার ও দলের আলাদা আলাদা সত্তা রয়েছে। একটা সুগঠিত সরকারের পাশাপাশি একটি সুসংগঠিত দল গঠনে সিনিয়র লিডাররা ভূমিকা রাখবেন। সিনিয়রা কোনোদিক থেকে অযোগ্য তা নয়, এটি মন্ত্রিসভা থেকে বাদপড়া নয় বরং দায়িত্বের পরিবর্তন।’

গতকাল রোববার (৬) নতুন মন্ত্রিসভার সদস্যের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রীসহ এবার মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৭। এছাড়া প্রতিমন্ত্রী হয়েছেন ১৯ জন, উপমন্ত্রী করা হয়েছে তিনজনকে।

সোমবার (৭ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।

সারাবাংলা/এইচএ/একে

একাদশ সংসদ নির্বাচন ওবায়দুল কাদের মন্ত্রিসভা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর