পদত্যাগ করেছেন মালয়েশিয়ার রাজা
৭ জানুয়ারি ২০১৯ ০৮:৫১ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৯ ১৩:২৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মোহাম্মদ পদত্যাগ করেছেন। নির্ধারিত সময়ের আগে পদত্যাগ করা তিনি প্রথম মালয়েশিয়ার রাজা। দেশটির ন্যাশনাল প্যালের রাজার পদত্যাগের কারণ জানায়নি। তবে তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। খবর রয়টার্সের।
এক রুশ সুন্দরীকে বিয়ের গুঞ্জনের মধ্যেই পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ। গত বছর নভেম্বরে চিকিৎসা ছুটিতে গিয়েছিলেন সুলতান। এর পরই সেই ‘মিস মস্কোর’ সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ পায়।
দেশটির কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং তারা সুলতানের স্বাস্থ্য বিষয়েও কিছু জানায়নি।
রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, রাজা আশা করছেন মালয়েশিয়ার জনগণ সহনশীল ও ঐক্যবদ্ধ থাকবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে মালয়েশিয়ার সার্বভৌমত্ব, শান্তি ও সংহতি বজায় রাখবে।
দেশ পরিচালনায় সাহায্য করার জন্য ক্ষমতাসীন সরকার ও প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজা সুলতান মোহাম্মদ।
সারাবাংলা/এনএইচ