শাজাহান খান বাদ!
৬ জানুয়ারি ২০১৯ ২০:১৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ২১:৩৪
।। জাকিয়া আহমেদ, স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাননি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, আগের মন্ত্রিসভার নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। নতুন মন্ত্রিসভায় নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। মন্ত্রণালয়টিতে পূর্ণ মন্ত্রী হিসেবে কাউকে রাখা হয়নি। নতুন মন্ত্রিসভায় শাজাহান খানের নাম না থাকায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে শাজাহান খান হাস্যোজ্জ্বল মুখে বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতে প্রতি ঘণ্টায় ১৬ জন দুর্ঘটনায় মারা যায়। সেখানে এত আলোচনা হয় না, শুধু বাংলাদেশেই হচ্ছে। আমি মনে করি যে যতটুকু অপরাধ করবে, সে ততটুকু শাস্তি পাবে। যে শাস্তি পাবে সেই শাস্তি নিয়ে বিরোধিতা করার কোনো সুযোগ নেই।’
আপনার নিয়ন্ত্রিত পরিবহন শ্রমিক সংগঠনের বাসগুলোর রেষারেষিতে রাজধানীতে এমন দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। মানুষ মারা যাচ্ছে, আহত কিংবা পঙ্গু হচ্ছে। এর দায় শ্রমিক সংগঠনগুলো কীভাবে এড়াতে পারে?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ প্রোগ্রামের সঙ্গে কি এটা রিলেটেড? আপনারা কি লক্ষ করেছেন, ভারতের মহারাষ্ট্রে গতকাল সড়ক দুর্ঘটনায় ৩৩ জন মারা গেছে। এগুলো নিয়ে আমরা যেভাবে কথা বলি, ওখানে কি এগুলো নিয়ে কেউ এভাবে কথা বলে?’
তার এমন জবাবে দেশব্যাপী ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর স্কুল শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে। ওইসময় শাজাহান খানের পদত্যাগের দাবি তোলে রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন মহল।
তারও আগে দুই বাসের চাপায় প্রথমে হাত হারানো এবং পরে রোজিনা আক্তারের মৃত্যুর পর দায়ী গণপরিবহন শ্রমিকদের শাস্তি নিশ্চিতের পক্ষে অবস্থান না নেওয়ায় তিনি সাধারণ মানুষের তীব্র সমালোচনার মুখে পড়েন। এছাড়া, সড়ক পরিবহন শ্রমিকরা বারবার ডাকা ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি পড়ে। তখন মন্ত্রিসভা থেকে শাজাহান খানের পদত্যাগের দাবি ওঠে।
রোববার (৬ জানুয়ারি) মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার পর শাজাহান খান বাদ পড়ায় ফেসবুকে স্বস্তি প্রকাশ করে পোস্ট দিয়েছেন মানবাধিকারকর্মী, উন্নয়নকর্মী ও সাংবাদিকরা।
এই প্রসঙ্গে কিছুটা সংশয় প্রকাশ করে মানবাধিকারকর্মী সৈয়দ সাইফুল আলম শোভন ফেসবুকে লিখেছেন, ‘পরিবহন শ্রমিকরা যদি ধর্মঘট করে, তাহলে কি শাজাহান খান তার মন্ত্রিত্ব ফেরত পাবেন?’
অনেকটা স্বস্তি প্রকাশ করে একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি হোসেন সোহেল লিখেছেন, ‘এ যাত্রায় আর তার মুখ দেখতে হবে না।’
এদিকে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ প্রশ্ন রেখেছেন, ‘শাজাহান খান বাদ। এবার কি পরিবহন ধর্মঘট হবে ফ্রাঞ্চ?’
নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন উন্নয়নকর্মী শাহানা হুদা অভিনন্দন জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এর মতো সুখ কোথাও কি আছে? শাজাহান খান বাদ পড়েছে। অভিনন্দন।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জানিসুর রহমান লিখেছেন, ‘শাজাহান খানশূন্য মন্ত্রিসভা, শুকরিয়া।’
সারাবাংলা/জেএ/এমএনএইচ