Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাজলে রশীদ সম্মাননা পেলেন সাংবাদিক মনজুর আহমদ


১৪ জানুয়ারি ২০১৮ ১৬:৫৬

নিউইয়র্ক থেকে : ফাজলে রশীদ সম্মাননা পেলেন প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ। বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম ফাজলে রশীদ স্মরণে এ পদক প্রদান শুরু হয় এ বছর থেকে।

সিটির জ্যাকসন হাইটসস্থ বেলজিনো পার্টি হলে ১২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০১৮-২০১৯) কার্যকরী কমিটির নতুন কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়।

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ডা. ওয়াজেদ এ খান এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের কর্মকর্তা ও উপদেষ্টাগণ প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ-এর হাতে সম্মাননাটি তুলে দেন। এসময় উপস্থিত সকলে করতালি দিয়ে সাংবাদিক মনজুর আহমদকে অভিনন্দন জানান।

এর আগে সাংবাদিক ফাজলে রশীদ ও মনজুর আহমদ সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম।

এসময় মনজুর আহমদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি বিস্মিত। যে জন্য আমাকে এ সম্মাননা জানানো হলো তার কিছুই আমি করেছি বা যোগ্য বলে নিজেকে মনে করি না। তারপরও বলতে হয়, আমি আনন্দিত।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর