হলিডে হোমসের বিক্রয় কার্যক্রম চলছে
৬ জানুয়ারি ২০১৯ ১৪:৫৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ১৫:৪১
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: ইউএস-বাংলা গ্রুপের প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেটস এর আধুনিক প্রকল্প সমুদ্র সৈকত কুয়াকাটায় হলিডে হোমস-এর বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। পর্যটন শিল্পের সম্ভাবনাময় কেন্দ্র কুয়াকাটার প্রাইম লোকেশানে রিসোর্ট ও হোটেলের জন্য প্লট বিক্রয় চলছে বলে জানিয়েছে ইউএস-বাংলা।
পটুয়াখালীর কুয়াকাটা দক্ষিণ বাংলার অন্যতম প্রাণকেন্দ্র, বঙ্গোপসাগরের কোলঘেঁষা সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। ১৮ কিলোমিটার দীর্ঘ ও তুলনামূলক প্রশস্ত সৈকত রয়েছে কুয়াকাটায়। শীতকালে অভিবাসী পাখির অন্যতম আশ্রয়স্থল। কুয়াকাটা বিচের পূর্বদিকে গঙ্গাবতী সংরক্ষিত ফরেস্ট, রয়েছে এভারগ্রিন ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে রয়েছে রাখাইন সম্প্রদায় এর সাথে বাঙালিদের এক অপূর্ব সাংস্কৃতিক মেলবন্ধন। স্পিডবোটে মাত্র একঘণ্টার দূরত্বে ভ্রমণ করা যায় অন্যতম আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন।
দক্ষিণ বঙ্গের সাথে যোগাযোগের অন্যতম সেতুবন্ধন হয়ে আসছে পদ্মা সেতু, আর এই সেতু চালু হবার পর ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব নেমে আসবে মাত্র তিন ঘণ্টায়। এছাড়া পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের গুরুত্ব লাভ করবে এবং আগামীর পর্যটন শিল্পের জন্য কুয়াকাটা হবে দেশের আদর্শ জায়গা।
ইউএস-বাংলা জানিয়েছে, সর্বনিম্ন ৫ কাঠা থেক সর্বোচ্চ ৫০ কাঠা পর্যন্ত আকর্ষণীয় দামে হলিডে হোমস কুয়াকাটায় নিষ্কন্টক প্লট হস্তান্তর চলছে। আর প্রকল্পে বুকিং দিলেই সুযোগ রয়েছে বিনামূল্যে কুয়াকাটা ভ্রমণের।
হলিডে হোমস কুয়াকাটার যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এসেটস্ এর কর্পোরেট অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
সারাবাংলা/জেএ/এমএইচ