৫ ঘণ্টা পর উত্তরায় যানচলাচল স্বাভাবিক
৬ জানুয়ারি ২০১৯ ১৪:২৭
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: পোশাক শ্রমিকরা অবরোধ উঠিয়ে নেওয়ায় উত্তরায় যানচলাচল পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে উত্তরার আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক অবরোধ করে রাখেন পোশাক শ্রমিকরা। ফলে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা থেকে সরে যান।
এর আগে রোববার (৬ জানুয়ারি) আশেপাশের অন্তত অর্ধশত পোশাক কারখানার শ্রমিকরা সকাল ৯টা থেকে ওই সড়কে জড়ো হতে শুরু করেন বলে পুলিশ জানায়। শ্রমিক বিক্ষোভে কুড়িল বিশ্বরোড থেকে টঙ্গি পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এছাড়া বিক্ষোভের মুখে উত্তরাঞ্চল থেকে আসা ঢাকাগামী কোনো পরিবহন ঢুকতে পারেনি। বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ সড়ক।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন খান বলেন, ‘শ্রমিকদের বোঝানো হয়েছে। এছাড়া মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন যানচলাচল স্বাভাবিক আছে।’
উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাওয়ার জন্য শ্রমিকরা সড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’
শ্রমিকদের অবরোধের বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মো. মনির বলেন, ‘প্রথমে চৈতি গার্মেন্টের শ্রমিকরা রাস্তায় নেমে অবরোধ করেন। এরপর আশেপাশের অন্য গার্মেন্ট থেকে শ্রমিকরা রাস্তায় এসে বিক্ষোভে যোগ দেন।’
প্রসঙ্গত, ২৬ নভেম্বর নতুন বেতন কাঠামোর গেজেট জারি করে সরকার। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম বেতন ধরা হয়েছে আট হাজার টাকা। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকদের মূল মজুরি চার হাজার ১০০ টাকা, বাড়ি ভাড়া দুই হাজার ৫০ টাকা, চিকিৎসা ভাতা ৬০০ টাকা, যাতায়াত ভাতা ৩৫০ টাকা, খাদ্য ভাতা ৯০০ টাকা।
এছাড়া বেতন কাঠামোতে শ্রমিকদের ছয়টি গ্রেড নির্ধারণ করা হয়। শ্রমিকদের প্রথম গ্রেডে মজুরি ধরা হয়েছে ১৭ হাজার ৫১০ টাকা। সর্বশেষ ষষ্ঠ গ্রেডের বেতন ৮ হাজার ৪০৫ টাকা।
গেজেটে বলা হয়েছে, কোনো শ্রমিককে এই ন্যূনতম মজুরির চেয়ে কম মজুরি দেওয়া যাবে না। এই মজুরির চেয়ে বেশি হারে মজুরি দিলে তা কমানোও যাবে না।
শ্রমিকরা প্রতি বছর মূল মজুরির পাঁচ শতাংশ হারে মজুরি বৃদ্ধির সুবিধা পাবেন। মালিকরা এ সুবিধা দিতে বাধ্য থাকবেন বলেও গেজেটে উল্লেখ করা হয়।
সারাবাংলা/এসএইচ/একে