Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঐক্য অটুট আছে, কেউ শপথ নিচ্ছেন না’


৬ জানুয়ারি ২০১৯ ১৪:১৫ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ১৬:১৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের ‘ঐক্য’ অটুট আছে জানিয়ে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব এবং গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, ‘সংসদ সদস্য হিসেবে নির্বাচিত জাতীয় ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন না।’

রোববার (০৬ জানুয়ারি) দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তারা এসব কথা বলেন।

তবে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই বেরিয়ে যান।

এর আগে শনিবার (০৫ জানুয়ারি) গণফোরামের বর্ধিতসভা শেষে ড. কামাল হোসেন বলেন, ‘গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্য শপথের ব্যাপারে আমরা ইতিবাচক। এই  শপথ নেওয়ায় ঐক্যফ্রন্টে কোনো ফাটল ধরবে না।’

মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘ঐক্যফ্রন্টের সবাই বসেছিলাম। নির্বাচনে যে বিপর্যয় হয়েছে, যে ধরনের দুযোর্গ এসেছে, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তী কর্মসূচি আমরা কী নেব, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি এখনো তৈরি করা হয়নি। আমরা আগামী পরশু আবার বসব। বসে সিডিউল তৈরি করে সবাইকে জানাব।

জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ধানের শীষের প্রার্থীরা শপথ নিচ্ছেন কী না?— এমন প্রশ্নের জবাবে মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘শপথ নেওয়ার কোনো কথা কখনো হয়নি। কিছু মিডিয়া অত্যন্ত ভুলভাবে এটা ব্যাখা করেছে। ড. কামাল হোসেন ঘূণাক্ষরে বলেননি, জাতীয় ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন। সাধারণ সম্পাদকের বক্তব্যে হিসেবে আমার যে স্টেটমেন্ট গিয়েছিল, সেখানে আমি পরিষ্কার করে বলেছি, এই নির্বাচন অগ্রহণযোগ্য। আমরা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।’

বিজ্ঞাপন

‘সুতরাং এই নির্বাচনে আমাদের কেউ শপথ নেবে— এই ধরনের কথা ঘূণাক্ষরে ড. কামাল হোসেন বলেননি— দাবি মোস্তফা মহসিন মন্টুর।

তাহলে কী শপথ নিচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্টের কেউ?— সাংবাদিকরা পুনরায় এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘শপথ এখন নেওয়া হচ্ছে না। অলরেডি প্রেস রিলিজ পাঠিয়ে দিয়েছি।

গতকাল ড. কামাল হোসেন বলেছিলেন, ‘আমরা ইতিবাচক’— এ ব্যাপারে আপনাদের বক্তব্য কী? একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্টু পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘ইতিবাচক শব্দটার অর্থ কী? অর্থ কি শপথ নিচ্ছে? এখন কেউ শপথ নিচ্ছে না এবং এই ধরনের কোনো কথা ডা. কামাল হোসেন বলেন নাই। পরের কথা আমি বলতে পারি না। এখন পর্যন্ত আমরা এ ধরনের কোনো কথা বলি নাই। যেটা পত্রিকায় এসেছে— ভুলভাবে এসেছে।’

ঐক্যফ্রন্টের ‘ঐক্য’ সম্পর্কে জানতে চাইলে আ স ম আব্দুর রব বলেন, ‘ঐক্যফ্রন্ট কেন ভাঙবে? ঐক্যফ্রন্ট আছে, থাকবে। আজকে তো দেখলেন ঐক্যফ্রন্টের সবাই এখানে উপস্থিত ছিল। ঐক্যফ্রন্ট জনগণের যে সাত দফা দাবির জন্য আন্দোলন করেছিল, সে আন্দোলন অব্যাহত থাকবে। আগামী পরশু যে মিটিং আছে, সেখানে সব কিছু চূড়ান্ত হবে।’

শপথের বিষয়টি স্পষ্ট করতে বললে তিনি বলেন,ত ‘আর কীভাবে বললে স্পষ্ট হবে? ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত নিয়েছে— গণফোরামের কেউ শপথ নিচ্ছেন না, জাতীয় ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন না।’

এর আগে ড. কামাল হোসেনের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। সেখানে  ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব, মোস্তফা মহিসিন মন্টু,  ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড

জাতীয় ঐক্যফ্রন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর