Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেএসসি: চট্টগ্রামে ফল পুনঃনিরীক্ষণ চায় ১১ হাজার পরীক্ষার্থী


৬ জানুয়ারি ২০১৯ ১২:৪৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ১৩:২৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: ফল প্রকাশের পর চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেওয়া ১১ হাজার ৪৬৫ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। পুনঃনিরীক্ষণ শেষে ২৪ জানুয়ারি ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

গত ২৪ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফল অনুসারে এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জেএসসিতে পাসের হার ৮১.৫২ শতাংশ। এই বোর্ডের অধীনে ২২৪টি কেন্দ্রে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো এক হাজার ২৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছেন ১ লাখ ৬৫ হাজার ৩৮ জন।

নিয়ম অনুযায়ী যাদের ফলাফল নিয়ে আপত্তি আছে তারা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান সারাবাংলাকে জানান, মোট সাতটি বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গণিতের জন্য। এর পরেই আছে ইংরেজি।

সাতটি বিষয়ের মধ্যে বাংলার ২ হাজার ২৮০ টি, ইংরেজির জন্য ৩ হাজার ২৩ টি, গণিতের জন্য ৩ হাজার ৬৭৪ টি, ইসলাম ও নৈতিক শিক্ষায় ১ হাজার ৮৪ টি, বিজ্ঞানে ২ হাজার ৯৮৮ টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ১ হাজার ৮৪৪ টি, আইসিটিতে ৬৫৭ টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

সাতটি বিষয়ে মোট ১৬ হাজার ৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে বলে জানান মাহবুব হাসান।

জেএসসি’র ঘোষিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার সামান্য বাড়লেও জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। গতবারের তুলনায় জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেক।

বিজ্ঞাপন

পরীক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ২৩১ জন জিপিএ-৫ পেয়েছেন। গতবার এ সংখ্যা ছিল ১০ হাজার ৩১৫ জন। জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ২ হাজার ৩০ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ হাজার ২০১ জন।

গণিত এবং ইংরেজিতে নম্বর কম পাওয়ায় জেএসসিতে এবার জিপিএ-৫ এর সংখ্যা কমেছে বলে মূল্যায়ন এসেছিল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে।

সারাবাংলা/আরডি/এনএইচ

জেএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ