ইসলাম ধর্মকে ‘যুগোপযোগী’ করতে আইন জারি করেছে চীন
৬ জানুয়ারি ২০১৯ ১২:১৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ১২:২৩
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
আগামী পাঁচ বছরের মধ্যে ইসলামকে সমাজতন্ত্রের সাথে সমন্বয় করে যুগোপযোগী করতে আইন জারি করেছে কমিউনিস্ট চীন। দেশটির এই পদক্ষেপকে দেখা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী ওপরে চালানো নিপীড়ন হিসেবে। চীনের ইংরেজি পত্রিকা গ্লোবাল টাইমসকে উদ্ধৃতি করে এ বিষয়ে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
খবরে বলা হয়, কিভাবে ধর্ম পালন করতে হবে সে ব্যাপারে নির্দেশনা জারি করছে বেইজিং। শনিবার ৮টি ইসলামিক সংগঠনের প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে ইসলাম ও সমাজতন্ত্রের সমন্বয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেন সরকারি কর্মকর্তারা। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইসলাম ধর্ম পালন করা চীনের অনেক অংশেই নিষিদ্ধ। নামাজ পড়া, রোজা, দাঁড়ি রাখা, হিজাব পরাসহ ধর্মীয় জীবনাচরণ জন্য অনেককে গ্রেফতারের নজির রয়েছে। সেখানে আরবি শিক্ষাগ্রহণ নিষিদ্ধ। চীন সরকার অব্যাহতভাবে এ ধরনের নিপীড়নকে সমর্থন দিচ্ছে।
জাতিসংঘের মতে, ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে ক্যাম্পে বন্দি রেখে ধর্ম থেকে দূরে রাখার পরিকল্পনা সৃষ্টিকর্তায় অবিশ্বাসী চীনের শাসক কমিউনিস্ট পার্টির। মানবাধিকার সংস্থাগুলো এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে আসছে। গত সপ্তাহেও মিয়ানমার সংলগ্ন চীনের ইউনান প্রদেশে ৩টি মসজিদ বন্ধ করে দেয় বলে জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট।
সারাবাংলা/এনএইচ