ভারতে স্কুলবাস খাদে পড়ে চালকসহ ৭ শিক্ষার্থীর মৃত্যু
৬ জানুয়ারি ২০১৯ ১১:১৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ১১:২১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ শিক্ষার্থী ও বাসচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২ শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। খবর এডিটিভির।
শনিবার (৫ জানুয়ারি) রাজ্যটির সিরমোর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় সংগ্রহ শহরের ডিএভি পাবলিক স্কুলে যাওয়ার সময় দাদাহু-সংগ্রহ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। বাসটিতে চালকসহ ১৯ শিক্ষার্থী ছিল।
তাদের মধ্যে দুর্ঘটনাস্থলেই, সমীর (৫), আদর্শ (৭), কার্তিক (১৪) এবং চালক রাম স্বরূপ (৪০) নামে চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় অভিষেক, বোন সঞ্জনা ও কার্তিক চৌহান।
চালকের অসাবধানতা দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে।
সারাবাংলা/এনএইচ