যারা মন্ত্রী হচ্ছেন, তাদের মন্ত্রিত্ব বেশিদিন টিকবে না: ফখরুল
৫ জানুয়ারি ২০১৯ ২১:৪১ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৯ ২১:৫৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ফেনী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যারা তাড়াতাড়ি শপথ নিচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, তাদের এই মন্ত্রিত্ব বেশিদিন টিকবে না।’ শনিবার (৫ জানুয়ারি) রাতে ফেনী-৩ আসনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সংসদ সদস্যদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ফেরাউন টেকেনি, নমরুদ টেকেনি। আপনারাও টিকবেন না। এখনও সময় আছে। নির্বাচন বাতিল করে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহসচিব বলেন, ‘মনোবল হারাবেন না। এই নির্বাচনে আমরা পরাজিত হইনি। অন্যায়ের কাছে মাথানত করা যাবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘সুবর্ণচরের ওই নারী একাই ধর্ষণের শিকার হননি, দেশের ৯ কোটি নারী ধর্ষণের শিকার হয়েছেন।’
প্রশাসনের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনে প্রশাসনের যারা রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের আইনের আওতায় আনতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।
সারাবাংলা/এমএনএইচ