Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আচারের প্যাকেটে লুকানো সাড়ে ৮ হাজার ইয়াবাসহ আটক ২


৫ জানুয়ারি ২০১৯ ১৩:৪৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে ৮ হাজার ৫৬৮ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে আচারের প্যাকেটে ভরে এসব ইয়াবা পাচার করা হচ্ছিলো বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

শনিবার (৫ জানুয়ারি) ভোরে এদের আটক করা হয়। আটক দু’জন হলেন, মো. আফসার মিয়া (৩০) ও মোহাম্মদ আলগীর (৩০)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) এএসপি মো. মাশকুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, আটক দুজন ইয়াবাগুলো ক্রেতার হাতে তুলে দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের তল্লাশী করে আচারের প্যাকেটের ভেতরে পাওয়া যায় সাড়ে ৮ হাজারের বেশি ইয়াবা।

তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/এসএমএন

ইয়াবা র‌্যাব-৭

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর