Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় পাবুক


৪ জানুয়ারি ২০১৯ ১৭:০৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।। 

থাইল্যান্ডে আঘাত হেনেছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় পাবুক। তিন দশকের মধ্যে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সবচেয়ে শক্তিশালী ঝড় এটি। খবর বিবিসির।

শুক্রবার (০৪ জানুয়ারি) থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে পাবুকের প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। স্থানীয় সময় ১২:৪৫ মিনিটে দেশটির নাখন সি থামারাত প্রদেশে আঘাত হেনেছে পাবুক। দেশটির আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ঝড়টি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আঘাত হানবে। ঝড়ের কবলে পড়বে জনপ্রিয় পর্যটনগুলো।

এদিকে, ঝড়ের আঘাত এড়াতে ইতিমধ্যেই দক্ষিণাঞ্চলীয় কোহ সামুই, কোহ তাও ও কোহ ফানগান দ্বীপ ত্যাগ করেছে স্থানীয়রা।

কোহ সামুই দ্বীপে আটকা পড়া পর্যটকরা বলেছে, দ্বীপটিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ঝড়ো হাওয়া বইছে ও অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

থাইল্যান্ডের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের আকস্মিক বন্যার মতো বৈরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া উচিৎ।

উল্লেখ্য, এই সময়ে গালফ অফ থাইল্যান্ডে বছরের এই সময় ঝড় অস্বাভাবিক নয়। তবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় হচ্ছে পাবুক।

অতীতে থাইল্যান্ডে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে কয়েকশ’ মানুষের মৃত্যু ঘটেছে। ১৯৮৯ সালে ঘূর্ণিঝড় গ্যা’র আঘাতে ৮০০’র বেশি মানুষ প্রাণ হারায়।

সারাবাংলা/ আরএ

ঝড় থাইল্যান্ড পাবুক