Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিসভায় বিশাল চমক থাকতে পারে: ওবায়দুল কাদের


৪ জানুয়ারি ২০১৯ ১৫:৪১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

।।  সিনিয়র করেসপন্ডেন্ট  ।।

ঢাকা: নবীন-প্রবীণ নিয়ে আওয়ামী লীগের পথচলা এবং নবীন-প্রবীণ মিলিয়েই আওয়ামী লীগের মন্ত্রিসভা গঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এবার বিশাল জয়ের সঙ্গে মন্ত্রিসভায়ও বিশাল চমক থাকতে পারে। নবীন-প্রবীণ মিলিয়েই মন্ত্রিসভা হবে।’

শুক্রবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

২০১৪ সালে নির্বাচনে বিএনপির অংশ না নেওয়াকে ‘বড় ভুল’ ছিল দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট যে কয়টি আসন পেয়েছে, তা নিয়েই সংসদে যোগ দেওয়া উচিত।’

তিনি বলেন, ‘তারা পার্লামেন্টে যোগ যদি না দেয়, পার্লামেন্টের অধিবেশনে যদি না আসে, তাহলে যে জনগণ তাদের ভোট দিয়েছে, তাদের প্রতিনিধি হিসেবে বিএনপি-ঐক্যফ্রন্ট যদি সংসদে যোগ দিতে ব্যর্থ হয়, তাহলে এই ব্যর্থতা আর ভুলের চোরাবালিতে তাদের আবারও আটকে থাকতে হবে।’

সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগে নিবেদিত প্রাণ ছিলেন তিনি। তার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হলো।’ পঁচাত্তর পরবর্তী সময়ে লন্ডনে বঙ্গবন্ধুকন্যাদের পাশে সৈয়দ আশরাফের অনেক ভূমিকা ছিল বলেও স্মরণ করেন ওবায়দুল কাদের।

শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ফাইল ছবি

সারাবাংলা/এনআর/এমএনএইচ

ওবায়দুল কাদের মন্ত্রিসভা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর