Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপিদের নিয়ে শেখ হাসিনার শ্রদ্ধা


৪ জানুয়ারি ২০১৯ ১১:৩৮ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৯ ১৩:১৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৪ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সকাল ১০টার দিকে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৫৭টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ১ জানুয়ারি নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পর বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সংসদ ভবনের শপথ কক্ষে দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন তারা। পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টিসহ অন্যান্য দল এবং নির্বাচিত তিন স্বতন্ত্র প্রার্থীও শপথ নেন। তবে বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সাত সংসদ সদস্য এখনও শপথ নেননি।

এদিকে, শপথ শেষে দলের সংসদীয় সভায় শেখ হাসিনাকে চতুর্থবারের মতো সংসদ নেতা নির্ধারণ করেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। পরে বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শেখ হাসিনা সাক্ষাৎ করলে রাষ্ট্রপতি তাকে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান ও সংসদ নেতা হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ জানান। ফলে একাদশ সংসদে চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/টিআর

বঙ্গবন্ধুর প্রতিকৃতি শেখ হাসিনার শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর