চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত
৪ জানুয়ারি ২০১৯ ১০:৪৪ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৯ ১০:৪৭
।।ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল বারেক (৪০) নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) উপজেলার মুক্তারপুর-নলডাঙ্গা মাঠে দিবাগত রাত আড়াইটার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী শামীম রহমানসহ ৪জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ বস্তাভর্তি ফেন্সিডিল, ১টি পাইপ গান, ২টি গুলির খোসা, ২টি হাসুয়া উদ্ধার করেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সূত্রে পুলিশ জানতে পারে ভারত সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের বড় একটি চালান আসার খবর পায় দামুড়হুদা থানার পুলিশের একটি দল। তেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে মুক্তারপুর গ্রামের নলডাঙ্গা মাঠে যায়।
তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত আড়াইটার দিকে একদল মাদক বিক্রেতা তাদের উদ্দেশ্য করে গুলি ও বোমা ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। আহতকে ব্যক্তি কার্পাসডাঙ্গার মিশনপাড়ার মরহুম আব্দুল গনির ছেলে আব্দুল বারেক বলে শনাক্ত করা হয়।
আহত অবস্থায় বারেককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে।
গুলি বিনিময়ের সময় আহত হন দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত গাজী শামীম রহমান, এসআই রাজিব আল রশীদ, এসআই শামসুল হক ও এসআই রাম প্রসাদ। তাদেরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে।
সারাবাংলা/ আরএ