Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ঘরে বসেই কাটা যাবে বাণিজ্যমেলার টিকিট


৪ জানুয়ারি ২০১৯ ০৬:০৮ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৯ ১০:২৯

।। এমদাদুল হক তুহিন, সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হচ্ছে আগামী ৯ জানুয়ারি। গত বছর পদ্মাসেতুর আদলে তৈরি হলেও এবার মূল ফটকটি তৈরি হচ্ছে মেট্রোরেলের আদলে। সরকারের ডিজিটাল উন্নয়নকে জানান দিতে এবারের মেলায় বাড়তি চমক হিসেবে থাকছে অনলাইন টিকেটের ব্যবস্থা। ফলে, ঘরে বসেই কাটা যাবে বাণিজ্যমেলার টিকিট। পাশাপাশি থাকবে ম্যানুয়াল পদ্ধতির টিকিট ব্যবস্থাও।

বিজ্ঞাপন

গত বারের মতো এবারও থাকছে ডিজিটাল এক্সিপিরিয়েন্স সেন্টার, যা ব্যবহার করে খুব সহজেই জানা যাবে যেকোনো স্টলের অবস্থান। থাকছে বঙ্গবন্ধু প্যাভিলিয়নসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের স্টলও। আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সাধারণত নতুন বছরের প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়ে থাকে, তবে নির্বাচনের কারণে প্রায় এক সপ্তাহ পিছিয়ে এবারের মেলা শুরু হচ্ছে ৯ জানুয়ারি থেকে। আর সেদিনই মেলার উদ্বোধন হবে। মেলা উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মেলা আয়োজনের সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইপিবি। বাণিজ্যমেলার মাঠেও প্রস্তুতি চলছে পুরোদমে। তবে মূল ফটকের কাজ এখনও শুরু হয়নি। শেষ হয়নি কোনো প্যাভিলিয়ন বা স্টলের কাজও। সরেজমিনে এসব চিত্র দেখা গেছে।

ইপিবি’র তথ্যমতে, মেলায় থাকছে দেশি-বিদেশি ৫৬০টি স্টল। গতবারের মতো এবারও থাকছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এটি সাজানো হবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আদলে। বাড়তি আকর্ষণ হিসেবে এবারের মেলায় থাকছে মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের একটি স্টল। সবুজের ছোঁয়া দিতে মেলায় থাকছে ১৫টি ছোট বাগান, বিভিন্ন ধরনের গাছ ছাড়াও এতে থাকবে ফুলের সমারোহ।

বিজ্ঞাপন

বরাবরের মতোই এবারের মেলাতেও ইপিবি’র তথ্যকেন্দ্র, বিশ্রামস্থল, রক্তদান ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্রও থাকছে। আর বাইরের ২২ টি দেশ এবারের মেলায় অংশ নিচ্ছে। ইপিবি বলছে, গত বারের মেলা থেকে ১৬০ কোটি টাকার রফতানি আদেশ পওয়া গেছে। এবারের লক্ষ্যমাত্রা এরচেয়ে বেশি। তবে সুনির্দিষ্টভাবে লক্ষ্যমাত্রা জানাতে পারেনি প্রতিষ্ঠানটি।

https://www.youtube.com/watch?v=XKBxtoomA0k

জানতে চাইলে বাণিজ্যমেলার সদস্য সচিব আবদুর রউফ সারাবাংলাকে বলেন, ‘নতুন সরকার এসেছে। আমরা নতুন উদ্যমে কাজ করছি। এবারের মেলায় প্রথমবারের মতো থাকছে অনলাইনে করার সুবিধা। এতে ঘরে বসেই দেশের যে কোন স্থান থেকে দর্শনার্থীরা বাণিজ্য মেলার টিকিট কাটতে পারবেন। টিকিটের মূল্য থাকছে আগের মতোই; ২০ ও ৩০ টাকা। অন্তত ১০ শতাংশ টিকিট যেন অনলাইনে বিক্রি করা যায় মন্ত্রণালয় থেকে সে রকম নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আমাদের প্রস্তুতি, যতো দর্শনার্থী অনলাইন থেকে টিকিট কাটতে চাইবে; ঠিক তার উপযোগী সেবা দেওয়া। সেবাটি অবারিত থাকবে। অনলাইন টিকেটিংয়ের দায়িত্বে থাকবে ভ্যালিকন ডিজিটাল। বিকাশসহ বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে টিকিট কাটা যাবে।’

মেলার মূল ফটকের বিষয়ে জানতে চাইলে ইপিবির এই কর্মকর্তা বলেন, ‘পদ্মাসেতুর আদলে গত মেলায় মূল ফটক তৈরি হলেও এবার প্রবেশপথটি হবে মেট্রোরেলের আদলে। সরকারের উন্নয়ন কর্মযজ্ঞকে তুলে ধরতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আবদুর রউফ আরও বলেন, ‘মেলায় এবারও থাকছে ডিজিটাল এক্সিপিরিয়েন্স সেন্টার। যা ব্যবহার করে দর্শনার্থীরা আধুনিক পদ্ধতিতে সব স্টলের অবস্থান জানতে পারবেন।’

ছবি: হাবিবুর রহমান

সারাবাংলা/ইএইচটি/এমও

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর