Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদের অদেখা অংশে নামলো চীনের মহাকাশযান চাঙ্গে-৪


৪ জানুয়ারি ২০১৯ ০৩:১৭ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৯ ০৩:২০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মানুষ চাঁদ জয় করেছে তা বেশ পুরনো খবর। তবে এখন পর্যন্ত সবগুলো মহাকাশযান অবতরণ করেছে পৃথিবীর অভিমুখে থাকা চাঁদের পৃষ্ঠে। এবারই প্রথম চাঁদের অদেখা বা অন্ধকার অংশ দক্ষিণ মেরুর আইটকেনে মনুষ্যবিহীন মহাকাশযান অবতরণের ঘোষণা দিয়েছে চীন। খবর বিবিসির।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) চীনের রাষ্ট্রীয় টিভিতে চাঙ্গে-৪ মহাকাশযান অবতরণে সফলতার কথা জানানো হয়। চাঁদের উল্টোপিঠে অভিযান চালানো বেশ ঝুঁকিপূর্ণ। এটি অপেক্ষাকৃত সরু ও গর্তের পরিমাণও বেশি। ধারণা করা হয়, কোটি কোটি বছর আগে উল্কাপিণ্ডের আঘাতে ওই এলাকাটি তৈরি হয়েছিল।

চাঙ্গে-৪ নামে মহাকাশযানটি চাঁদের ভূ-তাত্ত্বিক গঠন পর্যবেক্ষণ করবে। সেখানে বেতার যোগাযোগের ক্ষেত্র তৈরি ও টেলিস্কোপ বসানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, তেজস্ক্রিয়তা যাচাই, উদ্ভিদ জীবন সম্পর্কে গবেষণাও চালানো হবে।

‘টাইডাল লকিংয়ের’ কারণে আমরা শুধুমাত্র চাঁদের একপিঠ দেখতে পাই। চীনের মহাকাশযানের কল্যাণে  এবার ‘অদেখা’ অংশও দেখার সুযোগ মিললো।

সারাবাংলা/এনএইচ

চাঁদ চীন মহাকাশযান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর