আশরাফের মৃত্যুতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি স্থগিত
৪ জানুয়ারি ২০১৯ ০০:৩৩ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৯ ০০:৪২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম-এর মৃত্যুতে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেওয়া কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টায় সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
শুক্রবার (৪ জানুয়ারি) ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি ৭১তম বছরে পদার্পণ করছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রদ্ধেয় জননেতা সৈয়দ আশরাফুল ইসলাম এমপির মৃত্যুতে জাতি আজ গভীর শোকে আচ্ছন্ন। মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী পূর্ব-নির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করা হলো।
আরও পড়ুন: সৈয়দ আশরাফ আর নেই
আরও পড়ুন: সৈয়দ আশরাফের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো: রাষ্ট্রপতি
আরও পড়ুন: সৈয়দ আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এছাড়া, সৈয়দ আশরাফের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার সকল সাংগঠনিক ইউনিটকে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনেরও নির্দেশ দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সাড়ে ৯টায় থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা।
সারাবাংলা/এনআর/এনএইচ