সৈয়দ আশরাফের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো: রাষ্ট্রপতি
৩ জানুয়ারি ২০১৯ ২৩:১৯ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৯ ০৪:৫১
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সৈয়দ আশরাফের মৃত্যু বাংলাদেশর রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি । গণতন্ত্র, রাজনীতি ও সমাজ উন্নয়নে তার অবদান মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: সৈয়দ আশরাফ আর নেই
আরও পড়ুন: সৈয়দ আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এর আগে, সৈয়দ আশরাফের মৃত্যুতে শোক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে সৈয়দ আশরাফ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সাড়ে ৯টায় সৈয়দ আশরাফের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
সারাবাংলা/এমএমএইচ/ এনএইচ