Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন, রোববার থেকে বিচারকাজ শুরু


৩ জানুয়ারি ২০১৯ ২২:০৮ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৯ ২২:১৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সেই অনুসারে কার্যতালিকাও প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেঞ্চ গঠনের বিষয়টি জানিয়েছেন হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি বলেন, ‘আগামী ৬ জানুয়ারি, রোববার থেকে আপিল বিভাগের ১ ও ২ নং কোর্টে (মোট ২টি) বিচারকাজ পরিচালিত হবে। সেই অনুযায়ী কার্যতালিকাও প্রস্তুত করা হয়েছে।’

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নূরুজ্জামানের সমন্বয়ে এক নং কোর্টে এবং বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে দুই নং কোর্টে বিচারকাজ পরিচালিত হবে বলে প্রধান বিচারপতি সিদ্ধান্ত প্রদান করেছেন। এ অনুযায়ী দৈনিক কার্যতালিকাও প্রস্তত করা হয়েছে।’

এতদিন প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চে ১ নং কোর্টে বিচারকাজ পরিচালিত হতো।

নতুন চেম্বার জজ: আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে নিয়মিত চেম্বার জজ হিসেবে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত চেম্বার জজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করা হয়ে।

সারাবাংলা/এজেডকে/এমআই

বিজ্ঞাপন

আপিল বিভাগ সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর