‘আদালতে এলেই খালেদা জিয়া পরিবেশ নিয়ে কথা বলেন’
৩ জানুয়ারি ২০১৯ ১৯:৪২ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৯ ১৯:৪৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করলেই আসামি হিসেবে তিনি কিছু বক্তব্য দেন বলে মন্তব্য করেছেন নাইকো দুর্নীতি মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশারফ হোসেন কাজল।
তিনি বলেন, ‘খালেদা জিয়া আদালতে এলেই এর পরিবেশ নিয়ে কথা বলেন। এটা নতুন কিছু নয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।’
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ থেকে বের হয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন- ‘আমার কিছু বলার নেই’
উল্লেখ্য, বৃহস্পতিবার খালেদা জিয়াকে হাজির করা হলে শুরুতেই আদালতের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বলতে চাই, এ রকম সংকীর্ণ জায়গায় কোর্ট চলতে পারে না। আর যদি এই জায়গায় কোর্ট চলে, তাহলে আমি আর আসব না। যা সাজা দেওয়ার দিয়ে দেবেন। আমার লোকজন আসতে পারে না। এর আগেও আমি বলেছি এ কথা। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
দুদকের আইনজীবী বলেন, ‘নাইকো দুর্নীতি মামলায় ১৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে। এই মামলার আজ চার্জ শুনানির দিন নির্ধারণ করা ছিল। মামলায় দীর্ঘদিন ধরে চার্জ শুনানি শেষ পর্যায়ে এসে বিচারক পরিবর্তন হওয়ায় আজ আবার নতুন করে শুনানি শুরু হয়েছে। খালেদা জিয়াসহ অন্য আসামিরা উপস্থিত ছিলেন।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাক অবস্থায় মওদুদ আহমদসহ অন্য আসামিদের সহযোগিতায় নাইকো রিসার্চ কোম্পানিকে গ্যাস উত্তোলন ক্ষেত্র পাইয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করে তারা লাভবান হয়েছেন, সে অভিযোগ আমরা তুলে ধরেছি। আশা করি, নির্ধারিত তারিখেই আমরা মামলার চার্জ গঠনের একটি নির্দেশ পাব।’
মামলাটি গত আড়াই বছর ধরে চার্জ শুনানির জন্য অপেক্ষায় আছে উল্লেখ করে মোশারফ হোসেনে কাজল বলেন, ‘যখনই আমরা শুনানি শেষ করে আসি, তখনই কোনো না কোনো কারণে এখান থেকে পিছিয়ে যাই। গত বছরের ফেব্রুয়ারি মাসে মওদুদ আহমদ শুনানি শুরু করেছেন। এখন পর্যন্ত তিনি শেষ করেননি।’
তিনি আরও বলেন, ‘এই মামলাটির বয়স ১২ বছর। তাই মামলাটিকে দ্রুত শেষ করতে আদালতকে বলেছি। আজ উভয়পক্ষের বক্তব্য শুনে ১৩ জানুয়ারি চার্জ শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। আশা করি, সেদিন আসামিপক্ষের শুনানি শেষ হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের আইনজীবী বলেন, ‘বিচারক যেকোনো কারণে পরিবর্তন হতে পারেন। এটা কোনো ব্যাপার না।’
এদিকে, ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘যিনি এটা শুরু করেছেন, যিনি এটার অনুমতি দিয়ে গেলেন, আজ তিনি আদালতে নেই। কিন্তু যিনি তাদেরই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন, তিনি আজ আদালতে। এ মামলার কোনো নথিপত্র আমাদের কাছে নেই। আজ আদালতের কাছে সমস্ত নথি চেয়েছি। আজ আংশিক শুনানি হয়েছে।’
আরও পড়ুন- নাইকো মামলার শুনানিতে খালেদা জিয়ার অসন্তোষ
মওদুদ আহমদ বলেন, ‘আগের সরকার যা করার, করে গেছে। আমাদের সরকারকে তার ধারাবাহিকতা রাখতে গিয়ে সেটি করতে হয়েছে। এটার জন্য যদি দায়ী করা যায়, তাহলে আগের সরকারকেই প্রথমে দায়ী করতে হবে।’
এরপর বক্তব্য অসমাপ্ত রেখে ১৩ জানুয়ারি এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান।
সারাবাংলা/এজেডকে/এমএনএইচ