ফরিদপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
৩ জানুয়ারি ২০১৯ ১৯:৩২ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৯ ১৯:৩৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে বাসচাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাইখিরে এ দুর্ঘটনা ঘটেছে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, বাইখির গ্রামের কাশেম মোল্লা (৫৫), তার ভাই আকবর মোল্লা (৩৫) ও কাশেম মোল্লার ছেলে সোহেল মোল্লা (১৮)।
চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ সেলিমুজ্জামান লিটু জানান, ভাটিয়াপাড়াগামী মালঞ্চ পরিবহনের (ঢাকা মেট্রো ১৪-৩৭৫২) একটি বাস বোয়ালমারীগামী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বাইখির মাদরাসার দশম শ্রেণির ছাত্র সোহেল মোল্লা ও তার চাচা আকবর মোল্লা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত সোহেলের বাবা মুদী ব্যবসায়ী কাশেম মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বাসটিকে আটক করা হয়েছে, বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এমএইচ