Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় বামজোটের ৪ প্রার্থী


৩ জানুয়ারি ২০১৯ ১৮:২৬ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৯ ১৮:২৯

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে এর প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে রাজপথে দাঁড়িয়েছিলেন চট্টগ্রামের বামপন্থী বিভিন্ন সংগঠনের চার প্রার্থী। এসময় তাদের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন বামদলের নেতাকর্মীরাও ছিলেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘বাম গণতান্ত্রিক জোট’ এই কর্মসূচি পালন করেছে।

এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের নামে যা হয়েছে, সেটা জনগণের সঙ্গে প্রতারণা এবং প্রহসন বলে মনে করি। ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে। বিভিন্ন স্থানে জোর করে কেন্দ্র দখল ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

‘নির্বাচনের ফলাফল ও অবস্থা দেখেই বোঝা যাচ্ছে দলীয় সরকারের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দিতে হবে।’ জোট- মহাজোটের বাইরে এসে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহবান জানিয়েছেন অশোক সাহা।

অবস্থান কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী ও সিপিবি জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল নবী, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ও সিপিবি কেন্দ্রীয় কমিটির মৃণাল চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ও সিপিবি বোয়ালখালী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সেহাব উদ্দিন সাইফু এবং চট্টগ্রাম-১১ আসনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী অপু দাশ গুপ্ত ছিলেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী হাসান মারুফ রুমি ও বাসদ নেতা মহিন উদ্দিন কর্মসূচিতে ছিলেন না।

এছাড়া সিপিবি’র জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়ুয়া ও কানাই লাল দাশ, বাসদ নেতা নুরুল হুদা নিপু ও আল কাদেরী জয়, গণসংহতি আন্দোলনের নেতা অপূর্ব নাথ, ছাত্র ইউনিয়নের নাহিদ আল মোস্তফা ও অ্যানি সেন কর্মসূচিতে ছিলেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে বিজয়ী হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ৭টি এবং ৫টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থীরাও এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে।

সারাবাংলা/আরডি/এমএইচ

বামপন্থি রাজনৈতিক দল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর