অপহরণের একদিন পর ২ পোশাককর্মী উদ্ধার, আটক ৮
৩ জানুয়ারি ২০১৯ ১৬:১১ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৯ ১৬:২৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ময়মনসিংহ: ময়মনসিংহে অপহরণের একদিন পর বুধবার (২ জানুয়ারি) রাতে রাকিবুল ইসলাম রাকিব (২৬) ও মিনা খাতুন (৩০) নামে দুই পোশাককর্মীকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র্যাব)। এ ঘটনায় অপহরণ চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে। র্যাব ১৪ এর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী সাদিক এমন তথ্য জানিয়েছেন।
আটকরা হলো, মো. শহিদুল আলম (৩০), মোজাম্মেল হক (২৫), বাবু (২৩), শুভ মিয়া (৪০), খলিল (২৬), নুর মোহাম্মদ (২০), মিজানুর রহমান (২৫) ও রুবেল মিয়া (২৭)।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মেজর শিবলী সাদিক জানান, ত্রিশাল উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবাবর রাতে অপহৃত হওয়া দুই পোশাককর্মীকে উদ্ধার করা হয়েছে। শহরের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে দুই অপহৃতকে আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবি করেছিল অপহরণ চক্র। খবর পেয়ে র্যাব-১৪ বুধবার রাতে অভিযান চালিয়ে অপহৃত দুই পোশাককর্মীকে উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী দলের সর্দার রুবেল মিয়াসহ আটজনকে আটক করা হয়েছে।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মেজর শিবলী সাদিক।
সারাবাংলা/এমএইচ