চতুর্থবারের মতো সংসদ নেতা হলেন শেখ হাসিনা
৩ জানুয়ারি ২০১৯ ১৪:৩৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৯ ১৬:৪৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদের সংসদ নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলের নব নির্বাচিত সংসদ সদস্যরা তাকে সংসদ নেতা নির্বাচিত করেন। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো সংসদ নেতা হলেন তিনি।
বৈঠক শেষে সাবেক হুইপ ও দিনাজপুর-৩ আসনে সরকার দলীয় সংসদ সদস্য ইকবালুর রহিম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতিকে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে।
সংসদীয় দলের সভা শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা একজন জননন্দিত নেতা এবং আন্তর্জাতিক বিশ্বের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কেননা, আমরা সর্বসম্মতিক্রমে তাকে আমাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি।’
তোফায়েল আহমেদ আরও বলেন, বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা হিসেবে দলের শেখ হাসিনার নাম প্রস্তাব করলে দলের জ্যেষ্ঠ সদস্য আমির হোসেন আমু তা সমর্থন করেন। সংসদীয় দলের নেতা নির্বাচনের পরে সংসদ সদস্যরা তুমুল করতালির মাধ্যমে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
এর আগে, আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সকাল সোয়া ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথের পর সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক হয়। বৈঠকে টানা তৃতীয়বার এবং সংসদ নেতা হিসাবে চতুর্থবার নির্বাচিত হন শেখ হাসিনা।
এর আগে, ২০০৯ সালে নবম সংসদ ও ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। এর আগে ১৯৯৬ সালেও সপ্তম সংসদেরও তিনি সংসদ নেতা ছিলেন।
সারাবাংলা/এনআর/জেএএম/টিআর