রাজধানীর প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
৩ জানুয়ারি ২০১৯ ১৪:৪০ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৯ ১৫:১৯
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর ইসলামবাগে অগ্নিসংযোগের দুঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে ইসলামবাগের বাগানবাড়ির ৭০/৩৬ নুর হোসেন গলির হাজী হোসেন প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ারের ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সালাউদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আগুনের খবর পেয়ে পাঁচটি স্টেশনের মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
প্রত্যক্ষদর্শী ওই কারখানার কর্মী রাসেল সারাবাংলাকে বলেন, কোথাও বিদ্যুৎ তারের শর্টশার্কিট থেকে এ ঘটনি ঘটতে পারে। এ ঘটনায় প্রায় ১০টি পলিথিনের গোডাউন এবং ১৫ থেকে ২০টি বসতঘর পুড়েছে বলে দাবি করেছেন তিনি।
স্থানীয় এক বাসিন্দা সারাবাংলাকে বলেন, মহল্লায় যাতে কোনো প্লাস্টিক কারখানা না থাকে সেজন্য সরকারের আছে আমরা লিখিতভাবে অভিযোগ করেছি। কিন্তু আমাদের অভিযোগ আমলে না নেওয়ায় আজকে এ পরিণতি। তাই অবিলম্বে আমাদের দাবি মেনে কারখানাগুলো এখান থেকে সরানোর দাবি করছি।
সারাবাংলা/এসএইচ/এমএইচ