Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যফ্রন্টের স্মারকলিপি, ইসির নিরাপত্তা জোরদার


৩ জানুয়ারি ২০১৯ ১৪:২৩ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৯ ১৫:৩০

।। গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঐক্যফ্রন্টের স্মারকলিপি দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কমিশনের প্রবেশের চারটি পথেই অতিরিক্ত নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, এপিবিএন, পুলিশ এবং ডগ স্কোয়াড।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকাল থেকে এই নিরাপত্তা জোরদার করা হয়।

নিরাপত্তার অংশ হিসেবে নির্বাচন কমিশন ভবনের চারপাশে সাধারন মানুষের প্রবেশে নানা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের প্রবেশের ক্ষেত্রেও পরিচয়পত্র যাচাই বাচাই করে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

এর আগে গত ২৮ ডিসেম্বর থেকে দুইটি প্রবেশ পথ খোলা রেখে বাকি দুইটি প্রবেশ পথ যানবাহনসহ সব ধরনের চলাচলে বন্ধ রাখা হয়। একমাত্র আইডিবি পিকেএসএফ ভবেনর পাশের গলি দিয়ে ইসিতে প্রবেশের পথটি খোলা রাখা হয়। গত ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চারদিন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। তবে ১ ও ২ জানুয়ারি ইসিতে প্রবেশের ক্ষেত্রে কিছুটা শিথিলতা ছিল। বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের স্মারকলিপি দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে কমিশনের নিরাপত্তা আরো জোরদার করা হয়।

বুধবার (২ জানুয়ারি) ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসিতে পাঠানো এক চিঠিতে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ প্রার্থী স্মারকলিপি দিতে বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে যাবেন।

তবে বৃহস্পতিবার দুপুরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের সারাবাংলাকে বলেন, আজ (বৃহস্পতিবার) বিকেলে ঐক্যফ্রন্টের সব প্রার্থীর নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে যাওয়ার কথা ছিল। তবে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যাবে ইসিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এসএমএন

ঐক্যফ্রন্ট নিরাপত্তা জোরদার নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর