ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুন
৩ জানুয়ারি ২০১৯ ১৩:১৭ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৯ ১৫:০৯
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটি আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এম ও এরশাদ সারাবাংলাকে বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটি আগুনের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ফায়ারের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। তবে কি কারণে আগুনের সূত্রপাত এখনও বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
সারাবাংলা/এসএ/এমএইচ