Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীর মৃত্যু


৩ জানুয়ারি ২০১৯ ১৩:২৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুমিল্লা : কুমিল্লায় গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২২)। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর।

বুধবার (২ জানুয়ারি) রাত সোয়া ১২ টার দিকে আদর্শ সদর উপজেলার মনাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তিনজন পুলিশ সদস্য আহত হন। নিহত সাইফুল উপজেলার জোড়ামেহের গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ৩০০ ইয়াবা উদ্ধার করেছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী সাইফুল এবং তার সহযোগীরা মনাগ্রাম এলাকায় অবস্থান করছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে ডিবি ও কোতোয়ালী মডেল থানা পুলিশ মনাগ্রাম এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসী সাইফুল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১২ টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযানে অংশ নেয়া কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, নিহত সাইফুলের বিরুদ্ধে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় পাঁচটি মামলা রয়েছে। আহত পুলিশ সদস্যদের কুমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

বন্দুকযুদ্ধ মাদক ব্যবসায়ীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর