একযোগে ইসিতে যাচ্ছেন ঐক্যফ্রন্টের ৩০০ প্রার্থী
২ জানুয়ারি ২০১৯ ২২:১৭ | আপডেট: ২ জানুয়ারি ২০১৯ ২২:৩৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ প্রার্থী স্মারকলিপি দিতে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে যাবেন।
ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংক্রান্ত একটি চিঠি বুধবার (২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিবের দফতরে পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় ঐক্যফ্রন্টের প্রার্থীরা স্মারকলিপি দিতে একযোগে নির্বাচন কমিশনে যাবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠিতে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমাহীন অনিয়ম, কারচুপি, মামলা, গ্রেফতার, ভয়-ভীতি প্রদর্শন, আওয়ামী লীগের সন্ত্রাস, প্রার্থীদের গ্রেফতার, প্রার্থিতা বাতিলসহ নানা বিষয়ে অবগত করতে ঐক্যফ্রন্টের প্রার্থী স্মারকলিপি দেবেন।’
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতটি আসনে জয়লাভ করেছেন বিএনপি-ঐক্যফ্রন্টের প্রার্থীরা। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ অনিয়ম, কারচুপি করায় ভোটের ফলাফল এরকম হয়েছে।
নির্বাচনের দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ফল প্রত্যাখ্যান ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ফের নির্বাচন দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় ঐক্যফ্রন্ট।
এই দাবির পরিপ্রেক্ষিতে ইসি থেকে বলা হয়, পুনরায় নির্বাচনের কোনো সুযোগ নেই।
সারাবাংলা/জিএস/একে