রাজধানীতে এফবিসিসিআই’র শীতবস্ত্র বিতরণ
২ জানুয়ারি ২০১৯ ২২:০১ | আপডেট: ২ জানুয়ারি ২০১৯ ২২:০২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: শীতার্ত দরিদ্র জনগণের পাশে দাঁড়াতে এফবিসিসিআই ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর দু’টি স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ের তিব্বত কলোনি বাজার এবং বনানীর কড়াইল এরশাদ স্কুল মাঠে সংগঠনটির পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এফবিসিসিআই৷
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়া বিতরণ কার্যক্রমে অংশ নেন এফবিসিসিআই পরিচালক এবং এফবিসিসিআই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিব উল্লাহ ডন।
বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন, কোহিনুর ইসলাম এবং রাশেদুল হোসেন চৌধুরী।
এফবিসিসিআই সভাপতি বলেন, এফবিসিসিআই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমরা অত্যন্ত সন্তুষ্ট। এফবিসিসিআই ফাউন্ডেশন দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এবং বিশেষ পরিস্থিতিতে সাধ্যমত দুর্গত জনগণের পাশে এসে দাঁড়ায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এফবিসিসিআই ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে আসছে।
সারাবাংলা/ইএইচটি/ আরএ