চিরিরবন্দরে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
২ জানুয়ারি ২০১৯ ১৯:৫০ | আপডেট: ২ জানুয়ারি ২০১৯ ১৯:৫৭
।।ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
দিনাজপুর: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় ইসমাইল হোসেন (৫০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমতলী বাজারে এ দুর্ঘটনা ঘটেছে।
মৃত ইসমাইল হোসেন উপজেলার ১০নং পুনট্রি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত সংলু শাহ্ এর ছেলে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম জানান, ইসমাইল হোসেন বাইসাইকেল নিয়ে বাড়ির পাশের মহাসড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রাইভেটকারটি চালক নিয়ন্ত্রয়ণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেখানে আরও ৩ জন আহত হয়।
সারাবাংলা/এমএইচআর/এমএইচ