পাসপোর্ট ডিজি ফিরলেন নিজ বাহিনীতে
২ জানুয়ারি ২০১৯ ১৯:৫১ | আপডেট: ২ জানুয়ারি ২০১৯ ১৯:৫৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান নিজ বাহিনীতে ফিরলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার (২ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। তবে পাসপোর্ট অধিদফতরে তার পদে নতুন কাউকে এখনও নিয়োগ দেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রেষণে নিয়োগ পাওয়া মাসুদ রেজওয়ানকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো।
পাসপোর্ট অধিদফতরের পরিচালক (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান ২০১৫ সালের ২০ ডিসেম্বর থেকে প্রেষণে পাসপোর্টের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি কয়েকবছর মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
সারাবাংলা/ইউজে/একে