Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদকে বিরোধী দলের নেতা করার দাবি রংপুর জাতীয় পার্টির


২ জানুয়ারি ২০১৯ ০৫:২৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর: রংপুর মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে সংসদের বিরোধী দলীয় নেতা করার দাবি জানিয়েছেন। এ সময় চেয়ারম্যানের অবর্তমানে জি এম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করায় এরশাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে রংপুর শহরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে মহানগর কমিটির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ দাবি করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সুস্থতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও সাংগঠনিক কার্যক্রম গতিশীত করতে সকলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। গত দশম নির্বাচনে জাতীয় পার্টির ৩৪টি আসন থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রয়েছে ২০টি। যা গত বারের তুলনায় ১৪টি আসন কম। জাপার আসন নেমে আসায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সকলে এরশাদকে বিরোধী দলের নেতা করার সম্মতি পোষণ করেন।

সভায় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাপার সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রুহুল আমিন লিটন, বারী মুন্সি, রংপুর মহানগর কমিটির সহসভাপতি আফজাল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলমসহ অনকে।

বিজ্ঞাপন

জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আগামী দুএক দিনের মধ্যে জাপা চেয়ারম্যান এরশাদ চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাওয়ার সম্ভবনা রয়েছে। অবিলম্বে জাপা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদকে বিরোধী দলের নেতা করতে হবে।

সারাবাংলা/এমএইচআর/এমআই

এরশাদ জাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর