Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় ২ আসামি গ্রেফতার


২ জানুয়ারি ২০১৯ ০৩:৫১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্গা গ্রামে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে এক গৃহবধুকে (৩২) গণধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সারাবাংলা.নেটকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস।

তিনি বলেন, ‘ধর্ষণের অভিযোগে থানায় মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে দুই আসামিকে গ্রেফতার করেছে।’

এছাড়া তিনি জানান, বাকি আসামিদের গ্রেফতার করতে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও লাকসামে পুলিশের চারটি টিম কাজ করছে। গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম গোপন রাখা হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/এমআই

গণধর্ষণ সুবর্ণচর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর