Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদের অবর্তমানে জাপা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের


১ জানুয়ারি ২০১৯ ২২:০০ | আপডেট: ১ জানুয়ারি ২০১৯ ২২:২৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

মঙ্গলবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এরশাদের সই করা এক সাংগঠনিক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, দলীয় চেয়ারম্যানের অবর্তমানে দলের কো-চেয়ারম্যার গোলাম মোহাম্মদ কাদের দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, দলের কাউন্সিলে তার মতোই জি এম কাদেরকে চেয়ারম্যান নির্বাচিত করে পার্টির সার্বিক দায়িত্ব অর্পণ করা হবে।

পার্টির চেয়ারম্যান হিসেবে এরশাদ যতদিন দায়িত্ব পালন করবেন, ততদিন জি এম কাদের তাকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর