বইয়ের সুবাসে সারাদেশে উদ্বেলিত ক্ষুদে প্রাণ
১ জানুয়ারি ২০১৯ ২০:২১ | আপডেট: ১ জানুয়ারি ২০১৯ ২২:২৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: শীতের মিষ্টি রোদের সকালে কচি হাতে বই আর বই। সারাদেশে শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বইয়ের মৌ মৌ গন্ধ নিয়ে। ঠিক যেন ওই স্লোগানের মতো— ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব/বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব।’
গত কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরও নতুন বছরের প্রথম দিনেই নতুন শ্রেণির পাঠ্যবই হাতে পেল দেশের প্রথম থেকে নবম শিক্ষার্থীরা। প্রায় সোয়া চার কোটি শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে প্রায় ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি নতুন পাঠ্যবই।
১ জানুয়ারি একদম সকালেই রাজধানীতে একসঙ্গে ২৬টি স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। একইভাবে সারাদেশেও স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে এখন নতুন বই।
রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ
২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে বছরের প্রথম দিন বই দেওয়ার রীতি চালু করে আওয়ামী লীগ সরকার। ২০১০ সাল থেকে এ বই উৎসব হয়ে আসছে। গত ৯ বছরে এ পর্যন্ত তুলে দেওয়া হয়েছে ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২টি বই। আর এ বছর ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ শিক্ষার্থীর জন্য ছাপানো হয়েছে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই।
বছরের প্রথম দিনেই বই পেয়েছে হাসি ছড়িয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের চোখে-মুখে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা দলবেঁধে উচ্ছ্বাস প্রকাশ করেছে। কচি হাতে নতুন বই আর আনন্দমাখা মুখে বিদ্যাপীঠ প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে তারা। একটু বলতেই ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়ে তারা।
কেবল শিক্ষার্থীরা নয়, অভিভাবকরাও বই উৎসবে বছর শুরুর বিষয়টি নিয়ে খুশি। তেমনই একজন জসিম আহমেদ। রাজধানীর উত্তরার এই বাসিন্দা সারাবাংলাকে বলেন, আওয়ামী লীগ সরকারের অন্যতম একটি অর্জন এই বই উৎসব। বছরের প্রথম দিনেই নতুন বই শিক্ষার্থীদের অনেক বেশি অনুপ্রাণিত করে। বছরজুড়ে এই হাসি-খুশি মুখগুলো প্রাণবন্ত থাকে বই নিয়ে।
উল্লেখ্য, এবার কৃষি মন্ত্রণালয়ের অনুরোধ ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় ষষ্ঠ থেকে অষ্টম ও নবম-দশম শ্রেণির জন্য দু’টি সম্পূরক কৃষি শিক্ষা বই সব থানায় পাঠ্যপুস্তকের সঙ্গে পৌঁছে দেওয়া হয়েছে। এ বই ছাপা হয়েছে ১২ লাখ ৪২ হাজার ৬১টি।
সারাবাংলা/এসএ/টিআর