Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইউনেস্কোর সদস্য নয়


১ জানুয়ারি ২০১৯ ২০:২৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। খবর আল জাজিরার।

এক বছরেরও বেশি সময় আগে ইউনেস্কো থেকে সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল ইসরাইল ও যুক্তরাষ্ট্র। নতুন বছর শুরু হতেই সে ঘোষণা কার্যকর হয়েছে। এই প্রত্যাহার মূলত পদ্ধতিগত। কিন্তু ইউনেস্কোর জন্য এটা বেশ বড় দুঃসংবাদ। কারণ, সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা ছিল যুক্তরাষ্ট্র।

২০১৭ সালের অক্টোবরে ইউনেস্কো ত্যাগের ঘোষণা দেন মার্কিন প্রশাসন। এর কয়েকদিন পরই ইসরাইলও একই ঘোষণা দেয়। উভয় দেশের অভিযোগ, ইউনেস্কো ইসরাইলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করে।

প্যারিস-ভিত্তিক সংস্থাটি আগে পূর্ব জেরুজালেমে ইসরাইলের দখলীকরণের সমালোচনা করেছিল। এছাড়া ২০১১ সালে ফিলিস্তিনকে সংস্থাটির পূর্ণ সদস্যতার অনুমোদন দিয়েছিল। যুক্তরাষ্ট্র সংস্থাটির মৌলিক সংস্কারের আহ্বান জানিয়েছে,।

ইউনেস্কো বিশ্বজুড়ে ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শন সংরক্ষণ নিয়ে কাজ করার জন্য পরিচিত।

সারাবাংলা/ আরএ

ইউনেস্কো ইসরাইল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর