Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরিপুর সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার


১ জানুয়ারি ২০১৯ ১৯:৫৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

দিনাজপুর: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরি সীমান্তের নাগর নদী থেকে নিজারুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করে। মৃত নিজারুল ইসলাম উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত মেদনিসাগর গ্রামের আলী হোসেনের ছেলে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুজ্জামান সারাবাংলাকে জানান, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

মৃত নিজারুল একজন গরু ব্যবসায়ী। গরু আনার জন্য সীমান্তে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাকে হত্যা করে মরদেহ বাংলাদেশের ভেতরে ফেলে রেখে যায় বলে জানান ওসি।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, এই ঘটনা বিএসএফ সদস্যরা ঘটিয়েছে কিনা তা বিজিবি নিশ্চিত না। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে।

সারাবাংলা/এমএইচআর/এমএইচ

ঠাকুরগাঁও মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর